আমি আসব ফিরে মা, তোমার কোলে
আর ক'টা দিন পরে আসব তোমার তরে
দেখিব তোমায় ভালোবাসার দু'নয়ন ভরে
ইদুল-ফেতরের কেনাকাটা করব ঢের মেলে।
আমি আসব ফিরে মা, তোমার সন্নিকটে
পবিত্র রমাদ্বানের তারাবির নামাজ শেষে
হাদিয়া আমি যা-ই পাই মা শাড়ি নিব কেনে
আমি আসব ফিরে মা, তোমার অতি নিকটে৷
এই বলে দিল দৌঁড় ফোন কলটা শেষে
লাব্বাইক মিছিলে শক্ত ইমানের তাগিদে
ভয় নাই প্রাণে রবিউল ইসলাম ভাইয়ের
আল্লাহর আকবার ধ্বনি তোলে বারেবারে৷
সাফল্যময় মিছিলে ছত্রভঙ্গ করল বঙ্গহানা
ছুঁড়ল গুলি রবির বুকে করল না কেউ মানা
রবি ভাই পড়ল ঢলে লাল সবুজের ভূমে
নাই নাই প্রাণ, গেল চলে ওপারের অন্তীমে।
মা-র ক্রন্দনে আকাশ পাতাল স্তব্ধ হয়ে যায়
রবি কইছিল, এই ইদে শাড়ি দিবে আমায়
কোথায় রবি আমার, কোথায় তুই গেলি
দিনরাত নির্ঘুম মায়ের কান্নার আহাজারি।
এইভাবেই খালি হলো সতেরো মায়ের কোল
কত সন্তান রক্তাক্ত হলো পাইনি খুঁজে কূল
হে আল্লাহ কবুল করুন শাহাদাতের মরণ
তাওহীদী ভাইগণ মরতে চায় রবিউলের মতন।