দেখো কি করে লাগামহীন ছুটছে মানুষ
অমানবিক মৃত্যুর মিছিলে;
দুর্নীতির কালো পথে
ভুয়া রাজনীতির দিকে
যেমন বাঁশ ঝাড়ের বাঁশ চেয়ে আছে
নিপুণ আকাশের পানে।
সত্য মিথ্যার ঘোলাটে মিশ্রণে ডুবে
মিথ্যার জয়জয়কার সত্যের বিপরীতে
অভিনয় হয় যদি গণতন্ত্র; তবে
রাজনীতি না হয় যেন
অভিনয় মঞ্চের মূলমন্ত্র।
দেখো, কি করে লাগামহীন ছুটছে মানুষ
অমানবিক মৃত্যুর মিছিলে।
আর কতো, দেখব আর কতো
আগুনের পোড়া মাটির স্বাধীন ক্যানভাস
পোড়ে যাক সব, মরে রক্তাক্ত হোক রাজপথ
তবুও সত্যের সাদা পিরামিড উদ্ধারে-
আমরণ যুদ্ধ করতে হবে শ্রেণি সকল।