স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন মোদের ভাষা
এই ভূমিটা আমার ভাইয়ের
রক্তজবার কেনা।

সোঁদা ঘাসের উপত্যকায়
বাঙলা মেয়ের বাড়ি
বাঙলার এই ভূমির কণায়
শহীদি আত্মার হাসি।

মাঠে ঘাটে ফুটে শাপলা
পাপড়ি পাতা মেলে
আউশধানের সবুজাভ রঙে
মাছ খেলে জলে।

কাক চিল আর ফিঙে পাখি
উড়ে যায় দ্বিকবিদিক
বক পানকৌড়ি আর মাছরাঙা
মাছ ধরে খায় চতুর্দিক৷

এই ভূমিটা মায়ের সমান
মায়ের বুকে থাকি
মা'য়ের উপর নজর দিলে
চোখ উপড়ে ফেলি।

স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন ভাবে চলি
দেশের জন্য জীবন দিতে
সদা প্রস্তুত থাকি।