হে তরুণ সূর্য,
গলনে লোহিত কালো কাঁচরূপী মস্তিষ্ক
অংশুর শক্তি শোষণে বসুমাতা ব্যস্ত
তুমি তরুণ তরুণী হও না কেন ক্লান্ত,
শ্রান্ত? বহুরূপী রূপকথার রূপে সাজানো
ক্ষুদ্র জীবন!
হে অবুঝ নিন্দুক,
হাত,পা মাথা ছাটাই করিয়া চাহিয়া দেখ
সূর্য উঠে প্রত্যুষে; আসেনি সূর্যসেন মোদের
পৃথিবীতে; স্বর্গপথের আভাসে মৃত্যুর ডাকে
জীবনযুদ্ধের ইতি ঘটেছিল স্বল্প আয়ুকালে।
হে অলস মূর্তি,
নদী ভাঙ্গনের খেলা দেখোনি কভু?
দুফোঁটা জল, ঈষৎ অম্বুর রাগে ধূলিসাৎ ভূমি
ক্রন্দনরত বিধবা বাবুই; এক ঝাঁক অতিথি পাখি।
চড়ুই কাঁদেনি, অশ্রুপাত অট্টালিকার মালিক
জীবন দর্পণে ভাঙ্গনের রূপ-সাঁজ এমনি।
হে পৃথিবীর তরুণ,
সূর্যসেন, ক্ষুদিরাম বাবুর ভালোবাসায় ডুবে
প্রজাপতি সাঁতারে ভেঙ্গোনা হার অল্প আয়ুতে।
নাৎসি হিটলারের কুৎসিত বাণী প্রচারে
বিজয়ের মাথায় আরোহণ; পরাজয়ের
আগুনের শিখা!
মানচিত্রে স্থান পায়নি কোন কাল মহাকালে।
০৫/০৭/২০২০