আমি কবি'র ডাকে আর সাড়া দেব না
নিশীথ তিমিরে আহত আত্মার মোহে-
স্রোতস্বিনী পাহাড়ি রাস্তা পাড়ি দেব না
অসুরের কালো হাত স্বদেশের বুকে মৃত্তিকা
ধ্বংসে এটম বোমা রোপণ করছে; করুক,
আমি অশ্রুসিক্ত হবো না; আমি সাড়া দেব না।

ভাই মরুক অমর চাচা মরুক; নিহত সকল জাতি
পতাকা চুর বেইমান নির্মুলে কবির আহ্বানে-
আমি কান খাড়া করব না ; সাড়া দেব না আর।
মৃত মানুষের লাশে স্তূপ স্তূপে পাহাড় টিলা-
গড়ে উঠুক; কাতারবন্দি জানাজা আর না হোক
তবুও আমি কাঁদবো না, কবি'র ডাকে গোলাপের রক্তে রাজপথ আর রঞ্জিত করব না।

স্বদেশ কুঁড়ে খাচ্ছে, খাউক বিক্রি করে মাটি
দাদার ভিটেমাটি অসুরের হাতে দেব সামান্য পয়সায় বিক্রি!
যাব ভিন গ্রহ মঙ্গলে, অসুরের কালো  থাবা রুখতে দাঁড়াব না কবি'র ডাকে প্রতিবাদে।
সাড়া দেব না কবি'র ডাকে আর!

কবিতার ভালোবাসার মোহে ডায়েরির খুঁজে-
জন্মাবধি লিখছি কালো কলম ধ্বংসে।
ধ্বংস হোক অসুর-
নষ্ট হোক দশ আঙ্গুল!
নিহত আত্মার মোহে মাকড়সার জালে আটক
বন্দী আমি আজীবন যেচে অসুরের কারাগারে।