শিশির ভেজা সবুজ ঘাসে আঁকব আমি ছবি
রঙ তুলির ঐ লাল রঙে ফুটিয়ে তুলবো সবি
ছন্দে ছন্দে লিখবো আমি অমর কবিতার বাণী
বিশ্বমানচিত্রে সেঁটে আছে আমার দেশখানি।
বৃষ্টির ফোঁটায় সোনা ঝরে আমার দেশের বুকে
সোনালী ধানের পাকা ঘ্রাণে পাগল করে মোরে
ছয় ঋতুর এই বাংলাদেশে পথে ঘাটে ফুল ফুটে
এইসব দেখে ঈর্ষায় মরে পাশের দেশের লোকে।
আমার পতাকা আমার নিশানা বুকে রাখি বেঁধে
ক্ষণ জীবন বিলীন করবো আমার দেশের তরে
কে বলেরে ভাই, কে ভাবে—অখণ্ড ভারতের কথা
আমার বাংলা পৃথিবীর বুকে অখণ্ড এক কবিতা।