শত দুঃখের মাঝে আমি
নদীর ধারে বসি
তুমি হীনা এই সংসারে
কষ্টের আড়ালে হাসি।
থৈ থৈ ঐ পানির তরঙ্গে
ধেয়ে চলে সব
ভাবি আমি আপন মনে
অন্তরে বাস রব৷
বালুর মাঝে আঁকছি আমি
মুহূর্তে যায় মুছে
হাজার চেষ্টা করেও তাই
পারিনি রুখতে।
কত ডাক শুনেছি ঘুঘুর
আম গাছটির ডালে
ডাকছে ঘুঘু এই দুপুরে
নেই যে পাশে বসে।
জলের তরঙ্গের মধ্যে তুমি
লুকিয়ে লুকিয়ে থাক
ধরা দিয়েও দাওনি ধরা
মরীচিকার মতো৷