মেঘ উড়ছে,
মেঘের বাড়ি অসীম আকাশের পানে
ধেয়ে আসা কালবৈশাখী
ঝড়ে মেঘ হাসে, আসে মেদিনীর বুকে।

বৃষ্টি পড়ছে,
আকাশ ভেঙে করছে কান্না মেঘ
কালবৈশাখী ঝড় ফিরিয়ে দে,চিনিয়ে দে
আমার বাড়ি।

কে শুনে কে কার কথা? মেঘ না বৃষ্টি!
পৃথিবীর বৃক্ষরাজি পাবে ফিরে
জীবনীশক্তি
তীর্যরেখায় বৃষ্টির ফুটায় চলে যায় সঙ্গে
বাড়ির পলি।

পায় উর্বরতা বৃদ্ধি, ফসল পায় নির্মল শক্তি;
শক্তি সঞ্চারে মেলে মেঘ মানবের মুক্তি।