এই মাঠ-
মাঠের উপর সবুজ ঘাস,দূর্বাঘাস-
ঘাসের উপর জমে থাকা কয়েক ফোঁটা
ভোরের শিশির বিন্দু;
আলতো ছুঁয়ে পায়ে হেঁটেছি
এই মাঠ ধরে-
সবুজের বুক ছিঁড়ে
মেঠোপথ হয়ে গ্রামীণ লোকারণ্যে শত বছর।
আমার বয়স বাড়েনি;
বরঞ্চ শত বছরের,শত আয়ুর বাঁকে ভস্মীভূত
আমি এক কালো পাথর।
মাঠ প্রসস্থ দূর্বা ঘাসের উপর জমে থাকা
শিশির বিন্দুর আলপনা কল্পনা তুমি
আমি বাসব তোমায়
আমি বাঁচব তোমায়
অশ্রুপাত লোনা পানির স্বাদ
সাধ্যের বাইরেও উঁকি দেয় না
নীলিমার নীলাকাশে মেঘ উড়ে না
বৃষ্টি ভূমিস্পর্শ করে না
বরফ আচ্ছাদিত এক মরুভূমির মায়ায় আমি লেপ্টে জড়িয়ে-
কখন বরফ গলবে?
কখন পৃথিবী ঘুরবে চক্রাকারে সূর্যের দিকে?
তাপের উত্তাপে পোড়ে
কান্নার মায়ায় মরে
ফানুস উড়বে একদিন-
আকাশে বাতাসে; বাতাসে আকাশে।
আগস্ট ১৯, ২০২০