ওগো চঞ্চলা,
বহুদর্শী মনোবল মস্তিষ্কের বৃত্তে
হাড় পিঞ্জরাস্থি তোমারই বক্ষে
দূরদর্শী দৃষ্টিতে আলেখ্য অঙ্কন
করো নিখুঁত প্রাণশক্তির অন্বেষণ।

শুন চপলা,
নেত্রবারি তটিনীর মমতাময়ী বাণী
হৃদে,বুকে সর্বস্বে মরীচিকাময় মূর্তি
প্রগাঢ় অভিলাষ ব্যক্ত শান্তির খনি
অনুগামী তরঙ্গের চপল জীবনীশক্তি।
প্রিয় শম্পা,
অসম্ভব তুমি তাহার, যে জনা
চক্ষু বন্ধ করিয়া মেদিনীর তরে
এষণা সরোবরের জলে প্রতিচ্ছবি
শূন্য দেয়ালে কত শত গ্রাফিতি।