দেশের এই ক্রান্তিলগ্নে-
একটা তেজস্বী কলম চাই,
যে কলমের কালো কালির লেখনীতে
দূর্নীতিবাজদের গত হবে না কিছু;সন্ধ্যায়
সন্ধ্যামালতির মতন ফুটবে বর্ণ-অক্ষরে
প্রতিটা লাইনে,গল্প-কবিতা কিংবা উপন্যাসে
দূর্নীতিবাজদের আপাদমস্তক।
একটা কলম চাই-
যে কলম সবুজ-লাল-নীল রংধনুর সাত রঙে
রঙিন কখনো অস্ত্র,কখনোবা দাড়ালো
তলোয়ার দা-বটী রূপে-
ন্যায়ের জন্য ন্যায়, অন্যায়ের বিপরীতে অন্যায়
তেজারতি হয়ে দাঁড়াবে নরপিশাচদের সমুখে।
লিখতে লিখতে কপালের ভাঁজের লবণাক্ত ঘাম
নাকের ডগা বেয়ে স্পর্শ করবে ঠুঁঠে,স্বাদ নিবে।

তবু ঐসব লেজেরনীতি,দূর্নীতি-কুনীতির শক্তি
উপেক্ষা করে অনবরত লিখবে,
ছাপাবে সংবাদে মিডিয়ার বুকে।
একটা কলম চাই-
চাই কালো কালির মানের একজন
পক্ষপাতহীন সুশীল নর-নারী
যে ধর্মনীতি,রাষ্ট্রনীতি,সমাজনীতি,অর্থনীতি
সমস্তনীতিতে প্রভেদ করবে না তন্ত্রে-অংগে-অবয়বে
মানুষে মানুষ,অমানুষে অমানুষ বিশ্বাস সর্বত্রে।

এই মহৎপ্রাণ শক্তিশালী কলম,আমি পারব না
কাঁধে-মাথায়-হাতে বহন করতে!
যে কলম জন্ম থেকে মৃত্যুঅবধি অনবরত ক্লান্তহীন
লিখবে সবুজ পিরামিডে সত্যের বচন-কথন বাণী।
যে কলম হাল ছাড়বে না নিজ ঈষৎ লাল রক্ত দর্শনে; কোন গোষ্ঠীর ডরে;থামবে না প্রাণের ভয়ে।
এই রূপ একটা কলমের বহনকারী চাই দেশে-
যে শূন্য থেকে চলবে ক্রমান্বয়ে
একের পর এক স্বাভাবিক সংখ্যার বৃদ্ধির গতিতে
সত্য তেজারতি কলম সৈনিকের দল গড়বে
সোনালী সবুজের এই দেশের বুকে।