একদিন উড়ে যাব ঝড়ো বোশেখের বিকেলে
তীব্র সমীরের বেগে ভেজা কাক শালিকের মতন-
নদী থেকে নদী, প্রান্তর থেকে মহা প্রান্তরের কালে
নীড়ের খুঁজে- প্রাণের স্পন্দনের কম্পন অনুভবে।
এই যাত্রাকালে সময়ের হিসেব করবো নাকো-
থাকবে নাকো অসীমে দাঁড়িয়ে থাকা তালগাছটা;
যেখানে বাবুই বাঁধিত বাসা সবুজ মিহি চিরলে-
চড়ুইপাখি আমিত্ববোধে থাকিত পরের দালানে।
আমি চলে যাব অসীমের মুক্ত আকাশের পানে
বিজন এই বাংলার ঘাসে বসব না একটুখানি
আমের বোলের মাতাল হাওয়ার ঘ্রাণ শুকবো না
কৃষকের নূতন ইরি ধানের গন্ধ নিব না আমি-
আমি থামব না, উড়ছি উড়ছি কেবল উড়ছিই
ডানা ঝাপটানি দিয়ে ক্লান্ত অবসাদে-
বিশ্রাম নিব না কাঁঠাল গাছের ডালে
পৃথিবীর নোনাপানির স্বাদ আহত করে না আমাকে।