বই পড়তে মন লাগে না
বই খুঁজে নেয় মন
কালো ধূসর ময়লা মনের
বই করে আলোরণ।
বই পড়লে নষ্ট হয় না
চরিত্র হয় ঠিক
ফুলের হাসিতে মানুষ হাসে
বই ঔষধি জিনিস।
কত তরুণ-তরুণী কত যুবক
অপচয় করছে সময়
বইটি খোলে প্রচ্ছদ পড়তেও
হয়নি তাদের সময়।
সিনেমা জগতে পা রেখে
হচ্ছে সমাজ নষ্ট
বই থেকে দূরে সরে মানুষ
হচ্ছে পথ ভ্রষ্ট।
এইভাবে সমাজ ডুবে থাকলে
পাশ্চাত্যের সিনেমায়
কয়েক দশকে জাতি দেখতে হবে
ধর্ষণ ঘরের চিপায়।
বইয়ের আলোয় আলোকিত
হোক পুরো দুনিয়া
সে আলোর প্রতিফলন ঘটুক
সব মানুষের আঙিনায়।