বেণীতে ঝুলে থাকা এক মুষ্টি চুল
ঝট পাঁকানো আমার দেখা ভুল,
অনুমানের গড়পড়তা নিয়মে ভেঁসে উঠে
হলদে ছবির বয়োজ্যেষ্ঠতা ;
সুখের সাড়ে তিন হাত উদার জমিনের উপর
স্বাদের দেহ মাটির কাঁচা গন্ধে শুয়ে থাকে
কঙ্কালের হাড়-
গর্জে উঠা হাতের মুষ্টিবদ্ধ থেকে জ্বলে উঠে
বিস্তর জনপদ
মূর্ত রজনী শূন্যের কোলে শুয়ে শুয়ে
খোয়াব দেখে দু'চারটি খসখসে প্রাণ
লাফিয়ে পরে পুকুরের বধির জলে,
নিমগ্ন হয় প্রাণের শ্রেষ্ঠতম উপসংহার
কোলাহলের জতুরসে বৈতরণী ডাকে
আয় খোকা, আয় খোকা, আয় খোকা !
মেঘদূত
১৪/০৩/২০২৩
মতলব উত্তর, চাঁদপুর ।