শাসন আর ভূষণের নৈমিত্তিক অনুস্বারে
বুক চেতিয়ে একজন নূর হোসেন
রাস্তায় ফেরি করেন স্বাধীনতা
এখানে গণতন্ত্র, সাম্য,একতা
সহজেই বিক্রি হয়
বন্দুকের নলে
গণতান্ত্রিক পুঁজিবাদ মহড়ায়
ঘানির মতো পিষ্ট হয়
খেটে খাওয়া মানুষ
শুধু দু'বেলা আহারের নিমিত্তে
ভিখারির মতো
মহাজনের অনাড়ম্বর বৈঠকখানায়
উদিত আলোর দিকে মুখ করে
অপেক্ষা করতে করতে
পাকস্থলী শুষে নেয়
মজ্জায় জমানো রস !
শোষকের মিথ্যে মিঠে বুলিতে
হঠাৎ তৎপর হলো খেটে খাওয়া মানুষ
রক্তের বুদবুদ আর সম্ভ্রমে এলো স্বাধীনতা
এলো বিজয়
এলো নতুন ভোর
এলো স্বপ্ন
এলো দোয়েলের মুক্ত শিস
কত কিছু-ই না এলো
শুধু এলো না
শুদ্ধ রাজপথের নীতি
মানুষের প্রতি মানুষের
অথবা প্রাণের প্রতি মানুযের
মানবতা, প্রেম আর ভালোবাসা !

উৎসর্গ : বিজয় দিবস কে

মেঘদূত
১৬/১২/২০২১ ইং
মতলব উত্তর, চাঁদপুর ।