তোমার চোখে মুখে
বিদ্যুৎ এর খোঁচা আর নেই
খানিকক্ষণ আগে কে জানি
তোমার ভরা উত্তাপ নিভিয়ে দিলো
তোমার চোখে মুখে
শুধু এখন পালানোর নেশা !

বলার উপায় নেই
তোমার আকাশ আজ বিষণ্ণ প্রজাপতির ডানা
তোমার শরীর ছিঁড়ে ছিঁড়ে
ওরা স্বপ্ন আঁকে পদ্মার পলিতে;
ঐ পলিতে চাকচাক মাংস ব্যতীত
আর কিছুই নেই
তবুও মূর্খ মহাজন চোখের লালায়
গিলে খায় তোমার অন্তর্বাস !

মেঘদূত
২৯/১১/২০২৩
মহাখালী, ঢাকা ।