তোমাকে ছুঁয়ে দেখার প্রেরণা
আমার বহুকালের
পাতার মর্মর ধ্বনি কানে লাগে
ভাবি, যদি ঝরে যায়
আমার পাপড়ির ধূসরতা,
চোখের উদ্বিগ্ন বিহ্বল
তবুও ছুঁতে চায়
তোমার শুষ্ক নরম ঠোঁট !

দু বাহু প্রসারিত করে
সঞ্চারী করেছি তোমার শিশির
অভিসারে গলে পড়ছে ঝর্ণা
ভেতরে জমেছে কথার জলধারা
অবশেষে পেলাম
পাহাড় ভাঙ্গার দুরন্ত সাহস,
সহসা ক্ষয় হতে হতে
জলের শ্রাবণে মিশেছে নুড়ি !

মেঘদূত
২৮/১১/২০২৪
মতলব উত্তর, চাঁদপুর।

পুনশ্চ : অসামান্য ঋণ থেকে শব্দের উদারতা, আমি
অধম লিখে রাখলাম, সঙ্গীতজ্ঞ কবীর সুমনের জন্য....