উৎস থেকে নিরন্তর
চলছে কথোপকথন
বলছি রকমারি কথা
নব ডঙে হেসে উঠে প্রথা !

কিশলয়ের প্রেমে
নতুন পুরাতনের খেলাঘরে
আর্দ্র ভেঁজা ঠোঁটে
চাঁদের মতো হাসির ঝিলিক ঝরে :
গুড়িগুড়ি বৃষ্টি আর
শরৎ কাশবন !

আমাদের নীরব অনুচর
কীটসে্র পদ্যে অনুরণন হয়েছে
অপরাহ্ণের অঘোষিত উৎসব ;
পুঁজির অবাঞ্ছিত বাহানায়,
থেমে ঘেমে গিয়েছে
পর্ণের প্রথম প্রহর
ঘাতকের দুঃশাসন
খুঁড়ে খুঁড়ে হৃদয় খুন করে
পিলারের প্রতিমা !

মেঘদূত
০৪/১০/২০২২
রমনা, ঢাকা ।

পুনশ্চ: শারদীয় শুভেচ্ছা ।