সমস্ত ক্লেদ
আমার জন্য জমা রেখেছি
তোমার জন্য রেখেছি
বিন্দু বিন্দু  অভিসার
টুকরো আলিঙ্গন
ফুলের করোটিতে
ম্লান মুখের  দীপ্ত আলোর
নতমুখী  প্রভাত !

তোমার আমার
শেষ পরিচয় হয়েছিলো
হাতের উষ্ণ অভ্যর্থনায় !

বনলতা তোমাকে পাওয়ার ব্যাকুলতায়
বারবার আমি তোমাকে পেয়ে ও হারিয়েছি
সূর্যের আলোয় !

তুমি কি সেই তুমি ?
যাকে আমি খুঁজেছি আঁধারে ডুব দিয়ে
আমরা ছিলাম মুখোমুখি
তোমারে দেখেছি
মধ্যরাতের আধোয়া আলোয়
শরীরের মাংসে, ক্ষুধার্ত নান্দনিকতায়
খুঁড়ে খাচ্ছে  সৈনিকের ছায়া !

তোমাকে প্রায়ই দেখেছি
অনাবৃত শরীরের মাংসে
সন্ধ্যায় এলে আঁধারের আলো হয়ে
চিনতে গিয়ে আচমকা লেগেছে
তুমি কি সেই তুমি ?
শাড়ির আঁচলে সমস্ত আকাশ জুড়ে
আমার চোখের ঝিলিক
গিলে খেয়েছে
গোলাপের শরাপ-
সমস্ত উন্মাদনা
মিটে গেলো চোখের পাতায় পাতায়
দুদণ্ড শান্তির পরশে
আমরা একাকার হয়েছি
গত পঞ্চাশের দশকে
তোমার প্রেম এত উন্মাদ
তোমার প্রেম এত লোনায় ভরপুর
ক্ষয় হতে হতে মিলে গিয়েছি  তোমাতেই !

একবিংশে তুমি এলে বনলতা
ফিরে এলো জীবনানন্দ
মুড়ির টোঙ্গায়
কংকালের হাড়ে
দোয়েল বা ফড়িং এর জীবনে
ফিরে এলো
তুমি আর তোমার কবিতায় ঠাঁসা বনলতারা
তোমার ক্লান্ত আঁধার
তোমার সব অচেনা অনুভূতি !

আমার ঠোঁটের প্রগাঢ় চুম্বনে
আজও দুদণ্ড শান্তি দেয়
নাটোরের বনলতা সেন !

পাখির নীড়ে
সশব্দ পায়চারিতে
আমি মরতে মরতে বেঁচে যাই
তোমার জন্য বনলতা
আমার সমস্ত হৃদয়ে প্রতীক্ষা শব্দটি বেঁচে আছে !

হে বনলতা
তুমি নারী অথবা পুরুষ
তোমার জন্য-ই
আমি শ্বাস নেই
সিরামিকের মালা পড়ি
সুষমায় জেগে উঠে ধানের গজ
সূর্যের মতো লাল টিপ পড়ে
আলো জ্বালিয়ে রাখি
সমস্ত জনপদে !

তুমি কি সেই তুমি ?
যাকে আমি খুঁজেছি
নাটোরের আকাশে
কবিতার বারবনিতায়
শিল্পের শেষ চিহ্নে !

তোমার সমস্ত হৃদয়
মহাসাগরের চেয়ে
আরও বেশি উত্তাল
আরও বেশি শান্ত
আরও বেশি মমতাময়ী  !

আমার বনলতা
শুধু-ই রক্তের শরীর নয়
আমার বনলতা
মাটির টপ
সকালের তাজা রৌদ্দুর
শীতে খেজুরের রস
একটি প্রিয় বই
পাপড়ির অপমৃত্যু
দোয়াতের কালি
একটি প্রিয় স্মৃতি
ঠোঁটের অচল চুমো
কাঁঠালের ছায়া
বন্ধুত্বের আলিঙ্গন
রবীন্দ্রনাথের লেখা শেষ দু লাইন
সংকটের পৃথিবীতে
হাসপাতালের বিছানায় কমলার খোঁসা !

বনলতা তুমি
সত্যি-ই রহস্যময়
তুমি রহস্যময় বলে
আজও কবি তোমাকে লেখে কবিতায়
আজও ক্ষুধার্ত মানুষ
আঁধারের মানুষ
তোমার ঠিকানায়
শরীরের মাংসে
দুদণ্ড শান্তি খুঁজে খুঁজে নিঃস্ব হয় !


উৎসর্গ : কবি জীবনানন্দ দাশ কে

মেঘদূত
১১/০২/২০২২ ইং
ফুলবাগান,  নাটোর ।