আলিঙ্গন যতির মূর্খ
খামখেয়ালি বুঝে না বলে
এখনো টিকটিকি
রতিতে বিশ্বাস রাখে
গদ্যের মধুরতায় !
শীতের শিশির জমে উঠতে
সাহস করে গাঢ় অন্ধকারে-
রাতের আঁধারে ঘুমন্ত আলো
অগ্রজ প্রেমিকার মতো
ক্ষুধার্ত পৃথিবীর দিকে
এগিয়ে দেয় স্তন
তাঁর লালায়
প্রাণরস একটুআধটু করে
মাটি থেকে টেনে নেয়
বেঁচে থাকার স্নায়ু !
চামড়ার ভেতরে রক্তনালী আর
মাংসের স্তূপ
আরও ভেতরে অদৃশ্য
মুখোশ
পায়চারি করে
খুনের নেশায়
এরকমভাবে
আমি বেঁচে আছি !
মেঘদূত
২১/১০/২০২১ ইং
বনানী, ঢাকা ।