অনুস্বরে রচিত ঝিঁঝিঁর ধ্রুপদী সংগ্রাম
আলো আঁধারে মেলে ধরে মখমলের আনন্দ,
বিন্নি ধানের ফোঁটা খইয়ের মতো
মচমচ করে ভেঙ্গে পড়ে সোনার আঙ্গিনা ;
এ আঙ্গিনার খেলাঘরে
কঁচি পাতার শিরা-উপশিরায় জমানো
অগোছালো মোহর
যেন লুট করি চোখের মণিতে !

মৃত্তিকার অনুরণনে
সারি সারি চোখ
প্রসারিত পাপড়ির গন্ধক রস
আমাকে টানছে,
মমতাময়ী হৃদয়ের সমস্ত স্নেহে বলেছে
আমি তোমার জন্য
জন্ম থেকে প্রতীক্ষা করছি
তবুও এতটুকু কমেনি
ওলানের মিষ্ট স্বাদ
আমার তৃষ্ণার্ত মন
শ্বেত ফসফরাসের আগুন মেখে
বাছুরের মতো
তোমার দিকে
ছুটে আসছে
শীতের অলস মহাকালে
জানি অন্তহীন পূজা ঝুলে থাকবে
মহামায়ার আকাশ জুড়ে !

মেঘদূত
২২/১১/২০২২
আলীগঞ্জ, চাঁদপুর।

পুনশ্চ : শিক্ষাসফর, ২০২২
          আলীগঞ্জ পিটিআই, চাঁদপুর ।