জীবনের প্রয়োজনে
অতীত হয়েছে আয়োজন
কফিনে জমা রেখেছি
গোলাপের ভোর
আস্তিনের ভেতর খুন হয়েছে
মায়ার জাল
চোখের দৃশ্যত পাপড়ি
মুছে গেছে ঝোনির প্রেমপত্রে
নখে জমানো তিল সম অণুজীব
মাটিতে চাপা পরে
জীবাশ্ম হয়েছে কঙ্কালের হাড় !

শেষ সবকিছুর-ই একটা শেষ থাকে
আমি দেখেছি
কান্নার জল শুকিয়ে গেলে
তার শেষ রেখাপাত থেকে যায়
হাসির ঝিলিক শেষ হয়ে গেলে
অল্প একটু হাসি লেগে থাকে
মৃত্যুর মধ্য দিয়ে জীবন শেষ হয়ে গেলে
কফিনের চারপাশে বাতাস
নিরন্তর বয়ে চলে
এতটুকু জীবনের জন্য আমাদের
কত সুখ
কত দুঃখ
কত শত আয়োজন
কফিনের ভেতর খেলা করে !

মেঘদূত
১৪/০৪/২০২২
বনানী,  ঢাকা ।

পুনশ্চ : শুভ নববর্ষ  ।