ও আমার কাছে কান্না করার
বায়না করেছে
আমি চুপ থেকেছি

ও আমাকে বলেছে
কান্না করলে শোক কমে যায়
মন হালকা হয়ে উঠে

আমি ওকে সবসময়
খুশি রাখার জন্য
নিজের হিংস্রতাকে
চায়ের পেয়ালায় জুড়িয়ে নিয়েছি

ওকে আমি জলের মতো ভালোবেসে
প্রেম উপহার দিতে চেয়েছি
ও বারবার কাঁদতে গিয়ে
আমার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে
হেসে উঠেছে আঁধারের আলোয় !

আমি চলে যাওয়ার পর
শুকতারা হয়ে দেখেছি
ও অনেক কেঁদেছে
কারণে অকারণে কেঁদেছে
আকাশ কালো করে
বৃষ্টির মতো ঝরে পরেছে
ওর লোনা অশ্রু !
ঐ কান্নার মাঝে পত্রালি
আমাকে চিঠি লিখেছে
দূরের ডাকপোস্টে
আমি চিঠির লেখা পড়িনি
ইনভেলাপের ঠিকানায় দেখেছি
ওর রক্তাক্ত কান্নার ফোঁটা
আমি কাঁদতে পারিনি
আমি শুধু ওর ভেঁজা পাপড়িতে
প্রেম খুঁজেছি  !

উৎসর্গ : প্রেমের কবি কাজী নজরুল ইসলাম কে

মেঘদূত
২৫/০৫/২০২২
আলীগঞ্জ পিটিআই, চাঁদপুর।