সলজ্জ পদ্ম ভেজাল টবে ফুঁটে আছে
সামান্য সুখে স্ফীত হয় সাঁঝের অপমৃত্যু
মৃত্যু আর অপমৃত্যুর দুঃসংবাদে
শুকিয়ে যাচ্ছে অঙ্কুরিত মগজের আনন্দ
ধর্ষণের তিক্ত সৌন্দর্যে
আমি প্রতিদিন ধর্ষিত হচ্ছি
বিশ্ববাজার আর বিশ্ব নেতাদের খপ্পরে
টের পাই পাংশুল পেটের আহার্যে,
এলেমদার আমলা,কামলাদের তান্ত্রিক
জটিলতায় প্রতিষ্ঠানগুলো হয়ে উঠছে
দুর্নীতির শ্রেষ্ঠ আশ্রয়স্থল
পালাক্রমে ধর্ষণ হতে হতে
ফাঁশ লেগেছে ঋণের ফাঁদ
এখন দেউলিয়া হলে-ই বাঁচি !
মেঘদূত
০১/০৬/২০২৩
মতলব উত্তর, চাঁদপুর।