বই তোমাকে ভালোবাসি বলে
আমি প্রতিদিন তোমার প্রেমে
অনন্তকাল তোমার সামনে দাড়িয়ে
পৃথিবীর সমস্ত মেকি মুখ ভুলে যেতে পারি
দিয়াশলাই এর ফসফরাসে !
তোমার রতির চৌষট্টি সম্ভারে
আমি আজীবন গেঁট হয়ে বসে থাকতে পারি
তোমার দুর্ভেদ্য রহস্য মিথে !

হে অসীমের বৈতরণী
তোমার মলাট চুম্বন আর অক্ষরের কারিশমায়
তুমি আমার
মর্ত্যের তিলোত্তমা
দলিত বাতাসে বিশুদ্ধ নিশ্বাস
পুষ্পের অরণ্যে এক অনাবিষ্কৃত প্রান্তর
তমসায় ফোঁটা রজনীগন্ধা
শতরঞ্জির বেধিতে গোলাপের কুটুম শয্যা
ঋণগ্রস্ত হৃৎপিন্ডের সহৃদয়
নির্জন জীবনে একমাত্র প্রেম
গাভীর স্তনে বাছুরের স্বাদ
আকাশে ভেঁসে বেড়ানো
কালিদাসের মেঘদূত !

উৎসর্গ : ২১ শে ফেব্রুয়ারি কে

পুনশ্চ :

আমি একজন নিম্নশ্রেণির পাঠক ।  শ্রেণিহীন
পাঠক বললে অত্যুক্তি করা হয় না । তাই একটি ভালো বই আমার জীবনে একমাত্র সত্য প্রেম। এবারের বইমেলায় ব্যাংক লোন নিয়ে কয়েকটি বই কিনেছি।  বই কেনার যে আনন্দ আমি বই কেনার পর টের পাই ; যে সুখ আমি ভালো খাবার বা ভালোবস্ত্রে কখনো পেয়েছি কিনা আমার সন্দেহ হয়।বই হউক প্রিয়ার কালো হরিণী চোখ ! মাতৃদুগ্ধের মতো বসন্তের ফাল্গুনে, মাতৃভাষায় চোখের পাতা ভিঁজে উঠুক।  সন্তান আর প্রিয়জন হয়ে উঠুকসমঝদার পাঠক। ভালো থাকুক আমার প্রিয় বই ।বই কিনুন, বই পড়ুন, চোখের চর্চা করুন,
সুস্থ থাকুন !

মেঘদূত
২১/০২/২০২২
বনানী, ঢাকা ।