মহাসড়কের পাশে এক চিলতে
অন্তহীন পথমেলায়
উদ্বৃত্ত সবুজ ঘাসে,
আঠারোর দুঃস্বপ্নে এক তরুণ
অনাবৃত গতরের সমস্ত শক্তি দিয়ে
ক্লান্ত হাতে
মাটির থালা হতে খাবার মনে করে
মুঠোমুঠো গাছের পাতা ছিঁড়ছেন !

পথিকের জন্য চাকচিক্য সভ্যতার কাছে
লেঙ্গট কেনার মতো শালীনতা নেই বলে
কবির অবাঞ্ছিত পাপড়ি খসে পড়ে
পশ্চিমের আঁধারে ;
মানুষ হিসেবে আমার অপরাধ
হিংস্র জন্তুর থেকে তীব্র
কখনো কখনো গোলাপের আঘাত
শুদ্ধতম মনে করে, শিশুর তুলতুলে
গালে খামখা চুমো খাওয়ার মতো
স্নেহে ভরিয়ে দিয়েছি বাতাসের সুর !

মেঘদূত
১৩/০৬/২০২৪
মতলব উত্তর,  চাঁদপুর ।