আমি লিখতে চাই
লিখতে লিখতে
ক্ষয় করতে চাই
আঙুলের রক্তনালী !

আমার মস্তিষ্ক শুকিয়ে যাওয়ার আগে
শব্দের গাঁথুনিতে
একটি কবিতার
সারাংশ লিখে নিতে চাই
আমার চোখের পাতা
শেষবার মুঝে যাওয়ার আগে
প্রকৃতির সবুজ বাতায়ন  
লিখে নিতে চাই
বিচ্ছিন্ন প্রতিলিপিতে !

আমার বিবেকানন্দ নষ্ট হয়ে
যাওয়ার আগে
অথবা আমার বিবেক বিক্রি হয়ে
যাওয়ার আগে
কাঁটাতারে ঝুলন্ত ফেলানির কথা
লিখে যেতে চাই
কবিতার উপমায় !

আমার জিহ্বা বুড়ো হয়ে
যাওয়ার আগে
সত্যের মুখোমুখি দাড়িয়ে
মিথ্যের মুখোশ খুলে ফেলতে চাই
তীর্যক ফলায় !

আমি লিখতে চাই
নষ্ট পুঁজিবাদী গণতন্ত্রের কথা
আমি লিখতে চাই
মেঘদূতের কথোপকথন
আমি লিখতে চাই
শ্রেষ্ঠ মানবের কথা
আমি লিখতে চাই
চাল বেয়ে বেড়ে উঠা
একটি লতার অদম্য উদ্দীপনা
আমি লিখতে চাই
একটি শিশুর সরল হাসি
আমি লিখতে চাই
একটি ক্ষুধার্ত কুকুরের লালা ঝরার আর্তনাদ
আমি লিখতে চাই
একটি তাজা রক্তাক্ত পতাকার আত্মকাহিনী !

আমি লিখতে চাই
লিখতে লিখতে
ক্ষয় করতে চাই
আঙুলের রক্তনালী !

মেঘদূত
১০/০১/২০২৩
মতলব উত্তর, চাঁদপুর ।