চারপাশ ঘেরা অন্তরমহল
তার জৌলুস আর ঝলকে
চোখের মণি
দিব্যি ঘোরের মধ্যে
দূরের অধরা স্বপ্ন থেকে
ফিরে আসে বা আসেনা
বাক্স বন্ধী বাতাস !
তবুও কেন এত অসহায়
যখন অন্তহীন নিঃশ্বাস
নিরন্তর জ্বালিয়ে রাখে
প্রভাতের সঙ্গীত !
এত শঠতা
এত মিথ্যাচারে
একাকী দুঃখী
কখনো কি ভেবে দেখেছে
দশমিকের শেষঅঙ্কের মতো
কতজন চোখের জলের মতো
ঝরে আনন্দ পায়
অথবা বিলিয়ে দেয়
পিরানে জমে থাকা স্নেহময় ঘাম !
মেঘদূত
০৩/০৮/২০২২
আলীগঞ্জ, চাঁদপুর।