চারপাশ থেকে ধেয়ে আসছে
আগুনমুখা মেয়ের লাল আভা
আগুনের জিহ্বা চেটে নিচ্ছে
পুরো বাংলাদেশের মানচিত্র
আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম ?
আগুনের পুষ্পাঞ্জলিতে
মাংসের মতো রোস্ট হচ্ছে হৃৎপিন্ড
লাকড়ির মতো পুড়ে ছাই হচ্ছে শিরা-উপশিরা !

আগুন তুমি আমার সুন্দরতম প্রেম
তোমাকে এত ভালোবাসি
তবুও জানতে পারলাম না
তোমার উৎস কোথায়
অবশ্য তুমি একবার
বেখেয়ালে বলেছিলে,
আমার খামখেয়ালি
তোমার উৎস
শরীরে এখন কাঁচা জলের গন্ধ
রাতভর নক্ষত্রের দিকে তাকিয়ে
প্রভাতে পত্রিকায় দেখি
আর কতগুলো মৃত্যুর খবর এলো !

মেঘদূত
০৯/০৬/২০২২
আলীগঞ্জ, চাঁদপুর ।