চোখে চোখ ভেঁজে, পাথরের উদগ্রীব
আবর্ত ; আঁধারে মৃত্তিকার ঘ্রাণ
শুষে নেয় এক রগচটা প্রেতাত্মা
নৈশ মণির ভেঁজা চোখের
নিশ্চল সুপ্ত ঠিকানায়
নিঃশব্দে একটি পেঁচা উঁকিঝুঁকি দেয়
সময়ের ধ্বনি হাতে নিয়ে -
তোয়াক্কা করি না- তুমি পাশে বসলেই
আমার অর্ধেক দুঃস্বপ্ন কেটে যায়
শিশিরের মতো নরম মেঘের দোলায় !
মেঘদূত
২৯/০৪/২০২৪
মতলব উত্তর, চাঁদপুর।