রাতের প্রহরী তুমি চোখের পাতাতে
দীর্ঘশ্বাস চাপাপরে মাথার বালিসে ।
এক গাল হেঁসে, বল কিসের সুভাষে
আমারে মাতিয়ে ছিলে নদীর কিনারে ।
পেট নাই, পিঠে খেলে সইবো কেমনে,
যুক্তি নাই, তর্ক আছে প্রেমের কিরণে।
ঝিনুক ভাঙার গল্প মনে আসে ফিরে,
মুক্তর নেশাতে মন দেউলিয়া হলে ।
জ্বরা জীর্ণ বুকে আশা বীরদর্পে জাগে
দেহের টানেতে মন চাপা পরে ঠোঁটে।