আচ্ছা , মাছরাঙ্গা কেন মাছ নিয়ে যায় উড়ে ?
জলেই তো থাকতে পারে ,
মাছ ও খেতে পারতো আর আকাশেও বেড়াত
উড়ে ……………
নাদী কেন সমুদ্রে যায় বয়ে ?
পাহাড়েও তো যেতে পারত ! তাহলে …
আমরাও দাপিয়ে বেড়াতে পারতাম পালতুলে,
বজ্র কঠিন পাহাড়ের বুক চীরে …………!!
আলো সাত রঙের মিশ্রণ ,
তার মধ্যে কালোর নেই কোন স্থান ,
চার পাশে আমাদের এতো আলো –
তবুও রাত্রি বেজায় কালো !
কথায় যায় সব আলো ??
আমার গাছে ফুটেছিল একটা গোলাপ …
রোজ করতাম তার সাথে জমিয়ে আলাপ,
ও কুড়ি হয়ে ফুটেছিল যখন –
একবুক আশা নিয়ে দেখতে যেতাম তখন ।
ওর পাপড়ি গুলি যখন সাম্পুরন্য প্রস্পুটিত-
মধুর লোভে মন আমার ভ্রমর হয়ে উড়ত ।
আচ্ছা , ফুল কেন ঝরে পরে ?
কাঁটাতো পরে না ঝরে !!