শূন্যের থেকে কিছু নীচে
এখানে স্বপ্ন আসে না,
শুধু স্মৃতিটুকু আঁকড়ে
একরকম বেঁচে থাকা।
শূন্যের থেকে কিছু নীচে
হয় কবিতার সাথে আড়ি,
শুধু দেখি প্রতিনিয়ত
গদ্যের পায়চারি।
শূন্যের থেকে কিছু নীচে
সুর আসেনা কথায়,
ছন্দহীন কোলাহলে
পথ হারায় রাস্তায়।
শূন্যের থেকে কিছু নীচে
নিয়ে চলা অনাবশ্যক দায়,
বন্ধু তাই ভুলে যাও
ছলে বলে চতুরতায়।
শূন্যের থেকে কিছু নীচে
একা আমি খুঁজি তাই প্রাণ,
শূন্যের সাথে জুড়ে দিই
মান,অভিমান অথবা সম্মান!