পালিয়ে কত দূর যাওয়া যায়,
বলতে পারো?
পাহাড় ডিঙিয়ে নদী,
নদী পেরিয়ে অরণ্য,
অরণ্য পার হয়ে হয়তো কোন মরুভূমি;
মরুভূমির শেষে হঠাৎ
কোন সমুদ্রের সামনে থমকে যাওয়া -
কতদূর যাওয়া যায় বলতো?
কতদুর যেতে পারে একটা মানুষ
তার চেনা পৃথিবীকে পিছনে ফেলে
স্বজনের সীমারেখাকে মুছে ফেলে
কত দূর তাকে হেঁটে যেতে হয়
যেখানে নিজেকে সে আবার নতুন করে
হয়তো খুঁজে পাবে,
অচেনার পরিধিতে!
আবার নতুন করে চিনে নেবে
পৃথিবীর রূপ, রস, গন্ধ, আলো
ঠিক যে ভাবে সে প্রথম চিনেছিল,
তার সূচনার দিনে।
পালিয়ে কত দূর যাওয়া যায়
বলতে পারো?
যাতে কোন মানুষের
আর অহংকার থাকবে না,
কোন লোভ থাকবে না,
কোন প্রাপ্তির আখাঙ্খা থেকে সে
চিরতরে নির্বাসন পাবে -
তারপর,
দিগন্তের দিকে দুহাত প্রসারিত করে
সে ঘোষণা করবে
হে দশ দিক -
আমার আজ আর কোন অতীত নেই,
বর্তমান কে ছাড়িয়ে আজ আমি এক
নতুন ভবিষ্যৎ-এর দিকে ধাবিত হতে চাই -
আমি শুধু বুঝতে চাই, ফিরতে চাই,
সৃষ্টির সেই আদি বিন্দুতে;
যেখানে নিজেকে নিজের মধ্যে সমর্পণ করে,
আবার নতুন করে বিকশিত হওয়া যাবে।।