অপেক্ষায় থেকো, আমি ফিরব -
শুধু কঠিন এক অপেক্ষা।
অপেক্ষায় থেকো,
যখন দুঃখ হৃদয় কে দীর্ণ করবে হলুদ বৃষ্টির পানে চেয়ে।
অপেক্ষায় থেকো,
যখন বাতাস বয়ে যাবে ধূসর বরফের উপর।
অপেক্ষায় থেকো,
অতি দীর্ঘ দগ্ধ ক্লান্ত দিনে।
অপেক্ষায় থেকো,
যখন সকলে ধৈর্য হারাবে অতীত কে বিস্মৃত হয়ে।
অপেক্ষায় থেকো,
যখন কোন চিঠি আসবে না তোমার কাছে।
অপেক্ষায় থেকো,
যখন সবাই অপেক্ষায় ক্লান্ত হয়ে যাবে।
প্রিয়জন ধরে নেবে
আমি আর ফিরব না,
যখন বন্ধু রা আমার উদ্দেশে
স্মরণ সভা আয়োজন করবে।
শুধু তুমি অপেক্ষা করবে
সব আয়োজনের মাঝে,
শুধু তুমি বিশ্বাস করবে,
আমি ফিরব।
আকাশ বাতাস আলোড়িত করে
আমি ফিরব।
মৃত্যুর বীভৎসতা কে ম্লান করে
আমি ফিরব।
হয়তো অনেকে বলবে আমি ভাগ্যবান -
কিন্তু তারা জানবে না,
মৃত্যুর কালো অন্ধকারের মাঝে
তুমি, তোমার অপেক্ষা আমাকে বাঁচিয়েছে!
শুধু তুমি আর আমি জানব,
কিভাবে মৃত্যু কে পাশ কাটিয়ে আমি বেঁচেছি!
কারণ তুমি অপেক্ষা করেছিলি,
যা কেউ করে নি।।