কেন শব্দের মূল্য খোঁজ?
কেন বোঝ না যে
শুধু মাত্র জীবনের স্বার্থে
শব্দ আশ্রিত হয়
শব্দের ওপরে।
কোন বোধ থেকে নয়,
কোন যুক্তি নিয়ে নয়।
ঠিক যেমন নিঃশ্বাস বেয়ে নিঃশ্বাস
নেমে আসে,
হৃৎস্পন্দনে র নিয়মে।
তাই লেখনী লিখে যায়
শুধুই লেখার অন্বেষণে,
ছন্দ গড়ে ওঠে
শুধুই জীবনের সমর্থনে।
এতে কোন সন্দেহ রেখো না -
কারণ অহেতুক মূল্যায়নে
মূল্যহীন অমূল্য হয়ে ওঠে,
বাস্তব হয় পরাবাস্তব।।