জীবন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে
সে বেঁচেছিল।
হৃদয়ে ছিল এক সুপ্ত আগ্নেয়গিরি
নিঃশ্বাসে ছিল কালবৈশাখী।
তবু যখন সে ভালবেসেছে
সে বয়েছে পাহাড়ি ঝর্না মতো
ছন্দ ময়, নির্ভীক ছিল তার প্রেম।
যে পেয়েছে, সে জেনেছে তার অনুভূতি।
তবু অস্থির ছিল সে -
নিজেকে কোন তীরেই বেঁধে রাখতে পারেনি।
তাই, ভাঁটার টানে সে ভেসে গেছে সমুদ্রের পানে।
বাঁধতে চেয়েছে অনেকে,
বাঁধা সে পড়েনি;
নিজেকে চেনার তাগিদে সে সব তুচ্ছ করে
অনন্তে মিশেছে। অস্পষ্ট হয়েছে।
চিতা কাঠ তাকে গ্রহণ করেনি,
নিজেকে সে পুড়িয়েছে নিজেরই আগুনে।।