প্রতিটি ছোট ছোট বিচ্ছেদ
আমাকে মৃত্যুর পাশে যেন দাঁড় করায়।
প্রতিটি সতীর্থের ব্যবধান
আমাকে সেই সত্যের মুখোমুখি করে,
যাকে জীবনের কোলাহল চাপা দিয়ে রাখে।
সন্ধ্যার আকাশে নির্জন তারাটা তাই মুচকি হেসে বলে,
"কেন চাঁদের অন্ধকার দিকের খোঁজ নাও বল তো?"
আমি তার প্রশ্নের কোন সদুত্তর পাই না,
কেন সেই তমসাচ্ছন্ন বিচ্ছিন্ন তলই শুধু
আমার কাছে প্রকট হয়ে আসে?
ঠিক যে ভাবে এই ছোট ছোট বিচ্ছেদের মাঝে
আমি শুধু মৃত্যুরই প্রতিচ্ছবি দেখি।
প্রতিটি ছোট ছোট বিচ্ছেদ কেন
আমাকে মৃত্যুর কথা বলে -
আমি আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে চলি।।