যদি স্রষ্টা হন বিচারে সর্বোচ্চ , সত্যের মঞ্চে মহান ,
যদি স্রষ্টা হন বিচারক , আহকামুল হাকিমিন ,
তাহলে আমরা আশা করি , পাবো ন্যায় ।

কিন্তু , কেন আপনি আশা করছেন , ক্ষমা পাবেন সহজে ,
প্রথমে আসুন , আমার কাছে , প্রকাশ করুন আসল চিত্ত ।
ক্ষমা হলো মহান গুণ , যা আনে শান্তির উন্মোচন ,
আর , আমি ক্ষমা করি , কিন্তু স্রষ্টার বিচারই চূড়ান্ত এবং সুস্পষ্ট ।
বোকার মতো বেঁচে যাওয়ার আশা , কেবল স্বপ্নের সোনালী ধোঁয়া ,
পাপের ফল ভোগ করতে হয় , এটাই জীবনের অমোঘ শিক্ষা ।

আমি শাস্তি দিতে পারি , সীমিত ক্ষমতার পরিধিতে ,
কিন্তু , স্রষ্টার বিচারই পূর্ণাঙ্গ , সঠিক ও নির্ভুল ।
তিনি মহান , পক্ষপাতহীন , গভীর দৃষ্টিতে বিচার করেন ।

তাহলে আসতেই হবে , আমার কাছে ক্ষমার আহ্বানে ,
নইলে আফসোসের কষ্ট থাকবে হৃদয়ে ; চিরকাল ।
শান্তির পথে আসুন , স্রষ্টার বিচারের আলোয় জীবন সাজান ,
ন্যায়ের পথে হাঁটুন , সত্যের দীপ্তিতে জীবন গড়ে তুলুন ।