একদিন এক পরী এলো আমার দ্বারে ,
সুখবর এনে দিল নিঃশব্দ পায়ে ,
তারপর হঠাৎ উড়ে গেল দূর আকাশে ,
হয়তোবা ভূলে ,
রেখে গেল এক যাদুকাঠি ,
আমার অগোচরে ।

আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম ,
ডাকতে গেলাম , ততক্ষণে সে অদৃশ্য !
কী করব আমি এই কাঠি দিয়ে ?
এর রহস্য , এর শক্তি
কিছুই তো জানি না !

যদি ভুল ছোঁয়ায় মুছে যায় সব ?
নাকি এখানেই লুকিয়ে আছে
আমার হারানো আশার আলো ?

পরীটি কি কখনো ফিরবে ?
নাকি এই কাঠিটিই ছিল
তার দেওয়া শেষ উপহার
যার অর্থ আমি বুঝতে শিখব
অনেক দেরিতে ?