স্বাধীনতার সোনালী রূপ , স্বপ্নের আলো বণ্টন ,
কোটা আন্দোলনের পথে , শুধু বেদনারই বরণ ।
ধরিত্রীর বুকের তলে চাপা , হাজারো ক্ষোভের কণা ,
মেধার অধিকার প্রতিষ্ঠায় , আন্দোলনের নতুন অভ্যুদয়কারা ।
বেদনার ক্রোধে অগ্নিশিখা , গর্জে উঠছে প্রতিধ্বনি ,
শোষণ-নিপীড়নের হুমকির মুখে , মিটছে প্রাণ অমনি ।
স্বপ্নের ক্ষীণ আলো মুছে , রক্তে ভেজে সারা পথ ,
শাসকের নৃশংসতায় , নিহত হচ্ছে বীর যুবক-যুবতী শত ।
রাস্তায় বিক্ষোভের রক্ত ঝরে , অশ্রুর জোয়ার ,
স্বপ্নের মহাসমুদ্র কাঁপছে , উত্তাল হয়ে ওঠে ভার ।
যে তরুণের হাসি একদিন ছিল সোনালী রোদ ,
আজ সে রক্তাক্ত ভূমিতে , নিহত নিরন্ন ত্রাণের দান ।
সরকারের নিপীড়নে , রক্তের প্রতিধ্বনি ,
নিস্তব্ধ শহরের মধ্যে ছড়িয়ে পড়ে অভিশাপের সঙ্গী ।
গোলাগুলি , অগ্নি , আর রক্তের চিহ্ন , পথের কাঁধে ,
জীবনের খেলা হয়ে ওঠে , মৃত্যু ও শোষণের স্রোতে ।
স্বপ্ন ছিল , আলো-সূর্যের পাখা খোলার আশায় ,
সরকারের হিংস্রতা গড়ে তোলে অন্ধকারের পাথায় ।
অন্যায়ের হেতুকে শহরের বুকে রক্তের চিহ্ন ,
ছাত্রদের নিষ্ঠুর হত্যা , স্বপ্নের আগুনে জ্বলছে ঝলক ।
শান্তির সন্ধানে , লড়াইয়ের নীরব গান ,
স্বপ্নের পথে চলুক , আলো হয়ে উঠুক , উজ্জ্বল দ্যোতনা ।
মৃত্যুর অন্ধকারে , লুকানো সম্ভাবনার রূপ ,
কোটা নয় , যোগ্যতার পথে , আসবে নতুন সূর্যোদয় ।
একদিন আসবে সকাল , সুখের বিকেলে মধুর গন্ধে ,
রক্তের পথে হাসবে স্বপ্ন , অসত্যের গর্জনে ।
শিক্ষার কণ্ঠে জাগবে , সত্যিকার মানবতার সুর ,
বিভাজনের কালো চাদর ছিঁড়ে , প্রজ্বলিত হবে আলোর পুর ।
অন্যায় অবিচারে , ক্রোধের আগুন জ্বলুক প্রবাহ ,
সত্যের জয় হবে একদিন , রক্তের প্রতিশোধে শ্রেষ্ঠ আত্মদাহ ।
যে রক্ত , যে বিক্ষোভ , যে কষ্ট , হয়ে উঠবে মুক্তির গান ,
শিক্ষার স্বাধীন পথে , স্বৈরাচারের বিপক্ষে আজ হয়ে ওঠো সঙ্গী সান্নিধান ।