.         'ভিটেমাটি'
        
             ✍️সুব্রত ভৌমিক
         ১১-২৩, নভঃ ২০২৪
                       কুচবিহার

পাঁচশো মাইল উজান বেয়ে
এসেছি আমি দেশ-বাড়িতে
ভিটে মাটির মাতাল সুবাসে
অশান্ত মনটা শান্ত...নিমেষে।

আঁচড় ফেলেছে সময় সর্বত্র
বন্ধু-বান্ধব সব বুড়োর দলে,
পুরনো-বাড়ি দেখা মেলা ভার
প্রায় ভরেছে মহল্লা বহুতলে।

যে দিকে তাকাই, যা কিছু ছুঁই
স্মৃতির দ্বার সব যায় যে খুলে!
মায়াবী লাগে চারধার !! যেন -
শৈশব-কৈশোর যায়নি চলে!

জীবিকার সন্ধানে হেঁটেছি আমি
গ্রাম-গঞ্জ-নগরী, দেশে-বিদেশে
ভিটে মাটির কাছে তুচ্ছ সে পদ !!
আজ বুঝি, জীবন সায়াহ্নে এসে।

দু'সপ্তাহ পর ফিরছি ভগ্ন হৃদয়ে
পেছনে থাকলো, হাজারো স্মৃতি
হতে পারে এটাই শেষ ছুঁয়ে দেখা -
দূর-অতীতের সুখ-দুখের অনুভূতি।

         ---------x--------