. 'বিদ্যাসাগর প্রণাম - ২০২৪'
✍️সুব্রত ভৌমিক
২৬-৯-২০২৪
কোলকাতা-৭৫
পৈতৃক দত্ত নাম তাঁর শ্রীঈশ্বরচন্দ্র
কিন্তু...ছিলেন অবিশ্বাসী ঈশ্বরেই
স্বার্থপরতাডোবা সমাজ ব্যবস্থায়
দানে নিঃস্ব করেছেন নিজেকেই।
বিপরীত স্রোতে ভেসেছেন বরাবর
তোয়াক্কা করেনি নিজের ভালোমন্দ
বাধা-জয়ে করেছেন সমাজ সংস্কার
আপমর জনগণ করেছে, ধন্য ধন্য।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়ার সাগর
ছিলেন না শুধু মাত্র বাঙালি ব্রাক্ষণ !
একমাত্র পরিচয়ে পরিচিত ছিলেন...
খাঁটি মনের ঐশ্বরিক মানুষ একজন।
গদ্য সাহিত্যের, ছিল সেই সময় চল
কিন্তু মাথায় তার ছিল না সুন্দর চালা,
আধুনিক গদ্য সাহিত্যের জনক তিনি...
এনে ছিলেন, গদ্যেও মাধুর্যের খেলা।
সমস্ত জীবন ছিল প্রতিকূলতায় ভরা,
পারিবারিক জীবন ছিল কন্টকাকীর্ণ
নির্বাসিত করে ছিলেন নিজেকে শেষে
অরণ্যের সরল সাঁওতালদের মাঝে।
দ্বিশতবর্ষ পেরিয়েছে চার বছর আগে
ভুলোমনা বাঙালি! প্রায় ভুলেছে তাঁকে
কিন্তু ওনাকেই ভীষণ দরকার বর্তমানে
দুর্নীতি-রাজ উল্টে, সুষ্ঠ সমাজ গড়তে।
ক্ষমা করে, আসুন আবার পোড়া বাংলায়
হে মহামানব উদ্ধার করুন নিপীড়িত জনে!
আবার স্বমহিমায় ফিরুক বাংলার সন্মান
জন্মজয়ন্তীতে রইলো প্রনাম তব শ্রীচরণে।
*******X******