# বিদ্যাসাগর লহ প্রণাম #
(কবিতা)
হে মহাপ্রাণ...
আপনার দু'শএক-তম শুভ জন্মদিনে
জানাই অন্তরের সহস্র বিনম্র প্রণাম।
'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'...দয়ার সাগর
ছিলেন না হিন্দু বা বাঙ্গালী ব্রাক্ষণ !!!
তাঁর একমাত্র পরিচয় ছিল...
ছিলেন, খাঁটি মনের মানুষ একজন।
বিদ্যার বহর ছিল তাঁর পর্বত-প্রমাণ !!
জ্ঞান-সমুদ্রের জাহাজেই হত, যার সঙ্কুলান।
তাঁর মোমের মত মন, শরীর ছিল দয়ার
অন্যের কষ্টের তাপে,গলে হত একাকার !
সর্বস্ব বিলিয়ে দিতেন আর্তের সেবায়
নিজেকে রাখতেন, হত-দারিদ্র্যের কোঠায় !!
গদ্য সাহিত্যের...ছিল সে সময় চল
কিন্তু মাথার উপর ছিল না কোন চালা !
অনুবাদ গ্রন্থ লিখে দেখিয়ে ছিলেন
গদ্যেও আনা যায় মাধুর্যের খেলা !!
দিকে দিকে জ্বলত তাঁর মেধার আলো,
স্ত্রী শিক্ষা ও বিধবা বিবাহ প্রচলন করে
মায়েদের জীবনে, দূর করেছিলেন কালো !
সমস্ত জীবন ছিল প্রতিকূলতায় ভরা
পারিবারিক জীবন ছিল কন্টকাকীর্ণ,
তাসত্ত্বেও, অবদান ছিল সমাজে নজরকাড়া !!
ছিলেন বিরল সব গুনের অধিকারী,
ছিলেন প্রকৃত অর্থেই ঈশ্বর...
কূসংস্কারাছন্ন বাংলার করে ছিলেন সংস্কার।
দুশো-এক বছরে প্রায় বিস্মৃত তিনি !
তাঁর চর্চায়, মানুষ সময়ই পায়না !!
সমাজ নিতে জানে ! মান দিতে জানে না।
ব্যাস ঐ পর্যন্তই ...
জন্ম-মৃত্যুদিনে কিছু লোক করে বন্দনা,
আমিও...এ দোষ থেকে বাদ যাইনা।
************************
সুব্রত ভৌমিক ২৬০৯২০২১ কোল-৭৫
************************