.                 # 'ভাল্লাগেনা-৪' #
                        (ছড়া)

লুটেরা 'বৃটিশরাজ' ছেড়েছে ভারত বহু যুগ আগে
তবুও ছুটছে জনতা, শুধুই ইংরেজি ভাষার পিছে।

এখনো ! বাবার স্বর্গ লাভের ইনভেস্টমেন্ট 'ছেলে'
বর্তমানেও অধিকাংশ মায়েরা...সংসার 'জেলে'।

পৃথক নন, একাধারে তিনি নামী কবি-সাহিত্যিক
তাঁর কবিতায় নারী মহিয়সী,কিন্তু গল্পে বিপরীত!

হবে টা কি? যদি সত্যিই 'ভাগের-মা' গঙ্গা পায় !
ঘটা করে গঙ্গা'রতি হলেও আবর্জনা গঙ্গায় যায়।

পিছিয়ে পড়া 'সার্টিফিকেটে' গরীব কত খুশী?
যেন পিছন-দিকে এগোলে, বাসে সিট খালি।

আমজনতা যদি পায় সর্বত্র, সমান অধিকার
উঁচু-নীচু ভেদাভেদের পড়বে না আর দরকার।

ট্যাঁকের জোর থাকলে তবেই লড়া যায় ভোটে
ঐ ধনী নেতা গরীবের সাথে মিলবেন কি শর্তে?

হ্যাঁ তে হ্যাঁ মেলালে, সবখানে থাকা যায় অক্ষত
তাই অন্যরকম ভাবার লোক, কমে যাচ্ছে দ্রুত।

****************************
সুব্রত ভৌমিক ২৩-০৫-২০২৪  কোল-৭৫
****************************