. ভ্যালেন্টাইন ডে -২০২৩
(কবিতা)
ভ্যালেন্টাইন ডে তে বাংলার প্রবীণদের
বিশেষ অনুভূতি নেই
শব্দটি প্রায় নূতন ! আমজনতার কাছে
আমার মনে হয় তাই।
দূর্গা আর সরস্বতী পুজোর সব সন্ধ্যা
আর সব শেষে দোল
এই ছিল বাঙালির প্রেমে পড়ার দিন
কত হোত যে গন্ডগোল!
মাতামাতিতে এখন বঙ্গদেশে সবই স্বাগত
কোন বাছবিচার নেই
হারিয়ে গেছে প্রায় বাংলায় বাঙালিযানা
কারো ভ্রুক্ষেপ কই?
যায় যাক্! গয়ংগচ্ছ ভাব সয়ে যাচ্ছে মর্জ্জায়
কিছু কি আর যাবে করা?
আবার কোন দিন কি বাংলার ফিরবে গৌরব ?
হবে কি যুগাবতারের হাত ধরা ?
*****************************
সুব্রত ভৌমিক ১৪ ফেব্রুয়ারি ২০২৩ কোল-৭৫
*****************************