.          শিরোনাম;-   'ত্রাতা-একুশ'

.           কলমে:-       সুব্রত ভৌমিক
                             কোলকাতা-৭৫      
           তারিখ:-        ১৮-০২ ২০২৫    
*****************************

'একুশ' মানে... প্রতিবাদী জনতার রুখে দাঁড়ানো !
                 শিরদাঁড়া করে টানটান্
'একুশ' মানে গণতান্ত্রিক বিপ্লবের শিক্ষক...মহান্।

'একুশ' মানে, কলুষিত-রাস্ট্রের বিরুদ্ধে আমজনতার
                  রোষের দীপ্ত বহিঃপ্রকাশ,
'একুশ' মানে, দুনিয়ার ঘৃণ্য শাসক-শোষকের সর্বনাশ।

'একুশ' মানে দিন বদলে, শুভ দিনের পালা হওয়া শুরু
                  সৈরাচারী রাস্ট্রের জীবনে,
'একুশ' মানে... স্বাধীনতার চিন্তা জাগে পরাধীন মনে।

'একুশ' মানে, প্রাণ বাজি রেখে মাতৃভাষা আঁকড়ে ধরা
                  ভিটেমাটি রক্ষা করা,
'একুশ' মানে...কোলের শিশু শোনে মায়ের ভাষায় ছড়া।

'একুশ' মানে, উনিশ'বাহান্নর ভাষা-বিদ্রোহ শুরুর দিন,
           পূর্ব-পাকিস্থানে রক্তাক্ত ফেব্রুয়ারি
শাসক হটিয়ে করেছে পরে বাংলাদেশ, স্বাধীন মাতৃভূমি।

.        'একুশ' মানে ত্রাতা...না করে নত মাথা।

                        ---------x-------