. 'তিরোধানে বিদ্যাসাগর প্রণাম -২০২৪'
✍️ সুব্রত ভৌমিক
২৯-০৭-২০২৪
কোল-৭৫)
দয়াকরে শুনুন আকুতি -
শ্রদ্ধেয় প্রয়াত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়,
বৃথাই...আপনি করেছিলেন কঠোর পরিশ্রম
সমাজ সংস্কারে ও সর্বত্র উন্নত শিক্ষা প্রতিষ্ঠায়।
দেখুন! বর্তমান শিক্ষা ব্যবস্থার কি করুণ দশা !
যোগ্য শিক্ষক চাকরির ধর্ণায় বছরভর সড়কে,
আর বহু অযোগ্য শিক্ষক...স্কুলের ব্লাক বোর্ডে।
বাড়ছে হালে বেসরকারি ইংরেজি স্কুলের রমরমা
বঙ্গ-সংস্কৃতি অথৈ জলে ! গোল্লায় যাচ্ছে বাংলা।
ভাবাই যায়না ! আপনি বাঙালির পূর্ব-পুরুষ,
অবক্ষয়ের প্রায় শেষ সীমায় বর্তমান সমাজ,
অনৈতিক বলে বলীয়ান বহু সমাজ-বিরোধী
শিক্ষায় করছে আধিপত্য ! প্রায় সর্বত্র আজ।
বলা যায়নি আপনাকে শুধুই ব্রাহ্মণ বা বাঙালি,
জাতপাত-দলাদলির উর্দ্ধে ছিল আপনার স্থান
"দয়ার সাগর" আপনি ছিলেন, প্রেমের কাঙালি।
জীবন ব্যাপি আপনার অবদান সর্বজন বিদিত
অসহায়-মেধা বা দরিদ্র মানুষের ছিলেন মসীহা,
মৃত্যুর পর পরও হয়নি তার ব্যতিক্রম.....
শ্মশানে, ধরে বসিয়ে প্রাণহীন দেহের ছবি বেচে-
প্রায় কপর্দকশূন্য 'ফটোগ্রাফার' পান প্রতিষ্ঠা।
আজ আপনার একশ চৌত্রিশতম প্রয়াণ দিবসে-
আপনার অভাব এখন প্রকট সর্বস্তরে সমাজে,
প্রার্থনা করি ফিরে আসুন আবার এ পোড়া দেশে
পেরিয়ে আসুক বাংলা তথা দেশ এই চোরাগলি
একশ চৌত্রিশতম প্রয়াণ দিবসে রইলো শ্রদ্ধাঞ্জলি।
****************************