# 'ঠিক-বেঠিক' #  

ছোট্ট থেকে গুরুজনের কথায়
পড়াশুনা করেছে বিস্তর...
পড়াশুনায় দেয়নি ফাঁকি !!
প্রথম সারিতে থেকেছে বরাবর।

পড়াশুনার শেষে ভাবলো
জীবন বোধহয় হোল পূর্ণ
তখনই আবার বল্ল সবাই
ধনী না হলে! জীবনটাই শূণ্য।

যখন হল কিছু টাকা-পয়সা
তখন শুনল...বৌ-বাচ্চাই
একমাত্র জীবনের ভরসা !!

শেষ জীবনে প্রায় পরিত্যক্ত
একলা বসে বসে ভাবে...
সব বেদনার মূলে সে নিজে !!

বোঝে, জীবনটাকে অন্যভাবে
ভাবলে হোত ঠিক,
এ ভাবনাই সবাই ভাবে
যখন অন্তিমে হয় সব বেঠিক।

পার্থিব থেকে অপার্থিব হতে
পেয়েছিলো বহু জন্মের পর
অমূল্য...মানব-জনম !!
মানা হয়নি ধর্মের অমৃত বাণী,
মায়ার ফাঁদে ! অসহায় জীবন।
**********************************************
সুব্রত ভৌমিক ১৭০৮২০২০,১১১২২০২১  কোল-৭৫
***********************************************