.       'থ্যাংকস-SMWA'

               ✍️সুব্রত ভৌমিক
                  ২৮-০১-২০২৫
                        কোল -৭৫

নির্ভেজাল আনন্দ পেতে জন্মদিনে -
       যাইনি কোন দূরদেশে !
খুঁজে নিয়েছি তাকে পাশের-মাঠে -
      'SMWA' বন্ধুদের সাথে।

এমনি সুন্দর... উজ্জ্বল একটি দিন
         কমই এসেছে জীবনে,
'প্লাটিনাম-জুবিলী' টপকিয়ে বয়স -
         আজ জীবন সায়াহ্নে।

সামান্য একটু মিষ্টি-মুখ করাতেই
       সবাই কত হলো খুশী!
এমন দিন, যেন বন্ধুদের জীবনেও
       আসে... রাশি রাশি।

একটি বছর... যেন অনেকটা সময়!
           মনে হয় প্রাপ্ত-বয়সে,
পরের সালে, বাঁচব কিনা জানি না!
           থাকুক, SMWA হেসে।

            ---------x-------
টীকা....
SMWA....(Santoshpur Morning
Walkers Association)